logo
আপডেট : ৭ নভেম্বর, ২০২৩ ১৫:৩৩
ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের
অনলাইন ডেস্ক

ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের তৈরি পোশাক খাতের মালিকপক্ষ।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ এই প্রস্তাব দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।তবে শেষমেশ ন্যূনতম মজুরি কত হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে শ্রম মন্ত্রণালয়।

 

এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় শ্রমিক পক্ষের প্রতিনিধি জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, মালিকপক্ষের প্রতিনিধ বিজিএমইএয়ের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/নি