logo
আপডেট : ৭ নভেম্বর, ২০২৩ ১৮:০৩
পুলিশ হত্যা মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা আমান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

পুলিশ হত্যা মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা আমান গ্রেপ্তার

গত ২৮ বিএনপির মহাসমাবেশে পুলিশ হত্যা মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা আমান গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার সন্ধ্যায় মহাখালি এলাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে।

 

মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিপিএম-বার এ তথ্য জানান ।

 

তিনি বলেন, ২৮ তারিখে একটি দলের মহাসমাবেশ ছিলো। সেই মহাসমাবেশ থেকে পুলিশের উপর ব্যাপক ভাবে হামলা চালানো হয়। আমানুল্লাহ আমান যিনি ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের ককনস্টেবল যিনি কালভার্ড রোডের পশ্চিম মাথায় ডিআর টাওয়ারের সামনে যিনি বিএনপি উচ্ছৃঙ্খল কর্মীদের নির্দয় প্রহারে এবং ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু বরণ করেছেন। সেই হত্যাকান্ডে নেতৃত্ব দেওয়া আমানকে আমার গতকাল মহাখালি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

 

ভোরের আকাশ/আসা