logo
আপডেট : ৮ নভেম্বর, ২০২৩ ১৫:৪১
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মহিলা আ. লীগের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মহিলা আ. লীগের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগ বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করেন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অবরোধের নামে জ্বালাও পুড়াওয়ের প্রতিবাদে 'বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ' এই শ্লোগানে জেলা মহিলা আওয়ামী লীগ বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মানববন্ধন পালন করেন।

 

জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহানা বেগম রানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারহানা মিলি, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি মুক্তি খান প্রমুখ।

 

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত বলেন, আজ আমরা অবরোধের নামে বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। যখন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের আনাচে-কানাচে উন্নয়ন হচ্ছে, তখনই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্র ধরা পড়ে গেছে।

 

সারাদেশের মানুষ আজ তাদের ধিক্কার দিচ্ছে। সাধারণ মানুষ তাদের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সারাদেশের শান্তিপ্রিয় মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ব্রাহ্মণবাড়িয়া মহিলা আওয়ামী লীগ মানববন্ধন কর্মসূচী পালন করছি।'

 

ভোরের আকাশ/নি