logo
আপডেট : ৯ নভেম্বর, ২০২৩ ১১:৩১
সিউল সফরে অ্যান্টনি ব্লিংকেন

সিউল সফরে অ্যান্টনি ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফর করছেন। মধ্যপ্রাচ্যে ঝটিকা সফর এবং জাপানে জি-৭ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে যোগদান শেষে তিনি বুধবার দিনের শেষে সিউল এসে পৌঁছান।

 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের গত বছর দায়িত্ব নেয়ার পর এটি ব্লিংকেনের প্রথম সিউল সফর। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের প্রেক্ষিতে ব্লিংকেন দুদিনের এ সফরে আসেন। সিউলের সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনা করাই এ সফরের মূল লক্ষ্য।বাসস 

 

ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী পার্ক জিনের সাথে বৈঠক করবেন। ইয়নের সাথে সৌজন্য সাক্ষাত করবেন বলেও ধারনা করা হচ্ছে।

 

উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সেপ্টেম্বরে যে বৈঠকটি হয় তাতে অস্ত্র সরবরাহের বিষয়টি প্রাধান্য পায় বলে সিউল দাবি করছে।

 

এ প্রসঙ্গে টোকিওতে ব্লিংকেন তার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পিয়ংইয়ং যে অস্ত্র ও গোলাবারুদ পাচ্ছে তার বিনিময়ে রাশিয়া কী দিচ্ছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

 

ভোরের আকাশ/নি