logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৩ ১৫:৪০
১০০ কোটির ক্লাবে প্রবশে করলো টাইগার থ্রি

১০০ কোটির ক্লাবে প্রবশে করলো টাইগার থ্রি

সম্প্রতি দিওয়ালিতে মুক্তি পেয়েছেে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি।

 

১২ নভম্বের মুক্তি পাওয়ার পর বেশ ভালো ব্যবসা করছে সিনেমাটি। চলতি বছর,জাওয়ানের সিনেমার পর আরেকটি ব্লকবাস্টার হতে চলছেে ‘টাইগার থ্রি। ১৪ নভেম্বর  ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, সিনেমাটি মুক্তির পর তৃতীয় দিনে এসে বক্স অফিসে  কালকেশন দাঁড়য়েছে ১০০ কোটি রুপির বেশি। সমগ্র ভারতে প্রায় সাড়ে পাঁচ হাজার সিনেমা  হলে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩।

 

ভারতীয় বক্স অফিস  ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটি রোববার আয় করেছে ৪৫ কোটি রুপ। এরপর সোমবারে আয় করে ৫৮ কোটি রুপি, ফলে দুই দিনের মধ্যেই ১০০ কোটির বেশী আয় করতে সক্ষম হয় ‘টাইগার থ্রি। স্যাকনিল্ক আরও জানায়, সিনেমা হলগুলোতে ‘টাইগার থ্রি ৪৮ শতাংশ হিন্দি, ২৬ শতাংশ তলেগেু এবং ৩০ শতাংশ তামিল দর্শকছিল ।

 

সিনেমা বিশ্লেষকদের মতে, টাইগার থ্রীর দ্বিতীয় দিনের আয়ের পরসিংখ্যান, চলতি বছরের সবচেয়ে  বড় হিট জাওয়ানের দ্বিতীয় দিনের সংগ্রহের চেয়ে ও বেশি। তবে সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দর্শক মহলে , কেউ বলছেন ‘টাইগার ৩’ জমজমাট। আবার কেউ বলছেন, ‘টাইগার থ্রি মানসম্মত হয়নি। এদিকে, ‘টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি।

 

২০১২ সালে প্রথম মুক্তি পায় ‘এক থা টাইগার’। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’। ‘টাইগার থ্রি ছবিতে ‘পাঠান চরিত্রে দেখা গেছে  শাহরুখকে। শুধু তাই নয়, ‘ওয়ার-এর ‘কবির চরিত্রে দেখা মিলেছে হৃত্বিকের ও। স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করছেন মনীশ র্শমা। সিনেমায়  সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। আর ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে।

 

দৈনিক ভোরের আকাশ