logo
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৩ ১২:২৭
রণবীর-আলিয়ার দাম্পত্য জীবনে অশান্তি !
নিজস্ব প্রতিবেদক

রণবীর-আলিয়ার দাম্পত্য জীবনে অশান্তি !

সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, রণবীরও আলিয়া ভাটের দাম্পত্য জীবনে নাকি অশান্তির শেষ নেই। নেট দুনিয়ায় ও বলিপাড়ায় চলছে কানাঘুষো। এই তো বেশি দিন আগের কথা না; রণবীরের সাথে গাটছড়া বাধেন গাঙ্গুবাই ক্ষ্যাত আলিয়া । বছর দুই না গড়াতেই শুরু হয়েছে তাদের সম্পর্কের টানাপোড়ন। আর এর মূলে নাকি রণবীর কাপুর। তিনি নাকি স্ত্রী আলিয়ার উপর অনেক বেশি কর্তৃত্ব চালান। আলিয়ার কথাবার্তার ধরণ থেকে শুরু করে সাজগোজ ও লাইফস্টাইল নিয়ে নাকি সবসময় খবরদারী করেন রণবীর ।

 

তবে সমালোচনাকারীদের মুখে ঝামা ঘঁষে দিলেন আলিয়া ! কিভাবে?

 

কফি উইথ কারান- এর অষ্টম সিজনের পর্বে অতিথি হিসেবে এসেছিলেন আলিয়া। সেখানেই রণবীরকে ঘিরে ওঠা গুঞ্জন নিয়ে আলিয়াকে প্রশ্ন করেন কারান। জানতে চাওয়া হয় এর সত্যতা -

 

উত্তরে আলিয়া বলেন, আমার সবচেয়ে বেশী খারাপ লাগে, রণবীরের যা নিয়ে বিতর্কিত হয়, তা সে মোটেও সেরকম না বরং তার উল্টো। অথচ তাকে নিয়েই কেন এত সমালোচনা! সব কিছুর একটা সীমা থাকা উচিত । আমি যদি দর্শকদের কথা নিয়ে ঘ্যানঘ্যান করি, কিছু বিষয় না বুঝতে চাই, তখন রণবীর আমাকে বুঝায়- আমরা অভিনেতারা দর্শকদের সম্পত্তি, তারা আমাদের নিয়ে মন মত মন্তব্য করতেই পারে।

 

যতদিন তোমার ছবি সফল হচ্ছে, তোমাকে অভিনেত্রী হিসেবে তারা পছন্দ করছেন, ততদিন বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে বসে এসব নিয়ে অভিযোগ কোরো না।

 

আলিয়া আরও জানান- তিনি খুব খোলামেলা ভাবে কথা বলতে পছন্দ করেন। তাতে করে তাদের ব্যক্তিগত অনেক কথাই বেরিয়ে আসতে পারে । কিন্তু এই কথা গুলোর ভূল মানে বের করে চালিয়ে দেয়ার কোন মানে আছে কি ?

 

দেখছি কয়েকদিন ধরেই রণবীরকে নিয়ে বিতর্ক চলছে, ওর স্বভাব খারাপ, ও ভালো না, আমার উপর খবরদারী চালায়, আমি তো পুরোই অবাক! দুনিয়াতে এত কিছু চলছে তার পিছনেও একটু সময় বের করুন। সবসময় আমাদের ব্যাক্তিগত সম্পর্ক নিয়ে পড়ে থাকার মানে হয়না।

 

ভোরের আকাশ/অ