logo
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩ ১০:৩৩
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

দ্বিতীয় দফার হরতালের প্রথমদিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

রোববার সকালে কাজী আলাউদ্দিন রোডের ওয়ানস্টার হোটেলের সামনে এঘটনা ঘটে।

 

দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে একটি সিএজিতে আগুন লাগে যায়।

 

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নির্বাপণ করেন।

 

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ডিউটি অফিসার জানান, সকালে দুর্বৃত্তের ছোড়া একটি ককটেল গিয়ে একটি সিএনজির উপর পড়ে। সঙ্গে সঙ্গে সিএনজিতে আগুন লেগে যায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিএনজিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

 

ভোরের আকাশ/আসা