নেত্রকোনায় গত এক বছরে মহিলা পরিষদের পাওয়া নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা পরবতী কার্যক্রম নিয়ে বাৎসরিক প্রতিবেদন তুলে ধরে নারীপক্ষ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন ঘটনায় ৭২টি অভিযোগের মধ্যে ৩৪টি নিস্পত্তি করা হয়েছে। এছাড়াও ৩৪টি ঘটনার পারমর্শ দেয়া এবং ৫১টির তদন্ত ও ৪৫টি সালিশ হয়েছে বলে জানান আয়োজকরা।
শনিবার বেলা ১২টায় নেত্রকোনা শহরের নিউটাউন অজহর রোডের বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার নিজস্ব কার্যালয়ে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের প্রতিপাদ্য ছিল ‘নারীর প্রতি সহিংসতা ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুণ’।
এতে মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি রেহানা সিদ্দিকীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি।
জেলার সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন, সদস্য শরীফা শহীদ বর্ষা। আলোচনা করেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, আন্দোলন সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটি, সাফিয়া লায়েজ, নাদিয়া আক্তার শাম্মি আক্তার প্রমুখ।
ভোরের আকাশ/ সু