logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৩ ১৮:০৭
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৫
রাজশাহী ব্যুরো

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৫

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন এবং সিএনজি চালকসহ ৫ জন নিহতের ঘটনা ঘটেছে।

 


জানা যায়, শনিবার দুপুর আড়াই টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে নিয়ে এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জারুরি বিভাগে রাখা হয়েছে।

 


নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামের ইনসাব আলী (৭৫), তার ছেলে আইয়ুুব আলী লাবু (৩৮) ও মেয়ে পারভিন বেগম (৩৫), পারভিন বেগমের মেয়ে রাজশাহী শাহ মখদুম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শারমিন (১৭) এবং মকামপুর গ্রামের সিএনজি চালক মোখলেসুর রহমান(৪৫)।

 


নিতহরের স্বজনরা জানান, ইনসাব আলী ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তাকে কেমোথেরাপির জন্য রাজশাহীর রয়েল হাসপাতালে নিয়ে আসা হচ্ছিলো। এমন সময় পুঠিয়াগামী টিসিবির মাল বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

 


বেলপুকর থানার ওসি মামুনুর রশিদ জানান, টিসিবির পন্যবাহী রাজশাহী থেকে পুঠিয়াগামী একটি ট্রাকের সঙ্গে নাটোরের দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে পড়ে দুমড়ে মুচরে যায়। ঘটনাস্থলে এক অটোরিকশা চালক নিহত ও ৫ জন আহত হন।

 

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।

 

ভোরের আকাশ/সু