logo
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৩ ১৬:২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পাশের হার ৭০.৪৪ শতাংশ
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পাশের হার ৭০.৪৪ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পাশের হার ৭০.৪৪ শতাংশ। ফলাফল ঘোষণার পর উল্লাসে মাতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

এই বোর্ডে ফলাফলের দিক দিয়ে প্রথম হয়েছে নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। এই কলেজ থেকে ১২৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ১২২৫ জন। এরমধ্যে জিপি ৫ পেয়েছেন ৫৪৪ জন। পাশের হার ৯৮.৫৫ শতাংশ।

 

ফলাফল ঘোষণার পরপরই উল্লাসে মাতেন শিক্ষক শিক্ষার্থীরা। সামনে আরও ভালো কিছু করার প্রত্যাশা জানান তারা।

 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৭৭ হাজার ৪৫৭ জন। পাস করেছে ৪৯ হাজার ১৩২ জন। ফেল করেছে ২৮ হাজার ৩২৫ জন শিক্ষার্থী।

 

মোট পাশের হার ৭০.৪৪ শতাংশ। যেখানে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী।

 

ভোরের আকাশ/নি