logo
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩ ১০:৫৮
কিছুতেই থামানো যাচ্ছেনা পাহাড় নিধন ও বালি উত্তোলন
এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার

কিছুতেই থামানো যাচ্ছেনা পাহাড় নিধন ও বালি উত্তোলন

কক্সবাজার সদর, রামুসহ বিভিন্ন স্থানে এভাবেই চলছে পাহাড় কাটা

বিরামহীন ভাবে পাহাড় কেটে সমতল ভূমি বানিয়ে , চলছে স্থাপনা নির্মাণের প্রস্তুতি। বিশেষ করে কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ডিককুল রামুতে থামানো যাচ্ছে না পাহাড় খেকোদের। যার কারণে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। জীববৈচিত্র্য পড়ছে হুমকিতে, বন্যপ্রাণী হারাচ্ছে আবাসস্থল। সংশ্লিষ্ট বনবিভাগ ও প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত থাকলে ও রোধ করা যাচ্ছেনা পাহাড় কাটা।

 

কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ডিককূলের সোনামিয়া, জয়নাল,জাহাঙ্গীর ও জকরিয়ার নেতৃত্বে দিবারাত্রি নিধন ধ্বংসযজ্ঞ। গত ২০ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের একটি টীম। এ সময় স্থানীয়রা পাহাড় নিধনকারীদের নাম প্রকাশ করেন।এ দিকে রামু পানের ছড়া মরিচ্যা ঘোনায় চলছে পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে জনৈক আবু তাহের ডাকাতের নেতৃত্বে চলছে ৫/৬ গ্রুপ প্রতিনিয়ত পাহাড় কেটে বালি উত্তোলন করে কমপক্ষে ৮/১০ টি পাহাড় সমতলভূমিতে পরিনত করেছে।

 

খোঁজ খবর নিয়ে গত ২৬ নভেম্বর র‌্যাব পুলিশ, বনবিভাগ, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১০০ ফুট লম্বা পাইপ, ড্রেজারমেশিনসহ পাহাড় কাটার সরঞ্জামাি উদ্ধার করেন।

 

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সরওয়ার আলম বলেন,পাহাড় খেকোদের বিরুদ্ধে বনবিভাগ আমরা জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি।কাউকে ছাড় দেয়া হবেনা।

 

রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বলেন, ডাকাত তাহেরের বিরুদ্ধে ১০/১২ মামলা রয়েছে। সে পুলিশের চোখে দাগী আসামী।তার সিন্ডিকেটের অপরাপর সদস্যদের সনাক্ত করার কাছ চলছে।অন্যদিকে রামুর কাউয়ারখোপে পাহাড় খেকোরা মজুদ করেছে বিপুল নির্মাণ সামগ্রীও। রাতের অন্ধকারেও শ্রমিক দিয়ে কাটা হচ্ছে পাহাড়ের মাটি।

 

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা পশ্চিম গনিয়াকাটা টিলাপাড়া এলাকায় পাহাড় নিধনযজ্ঞ চালিয়ে যাচ্ছেন, ওই এলাকার আনোয়ার উল্লাহর ছেলে পাহাড়খেকো হিসেবে পরিচিত ওসমান গনি। ওসমান গনির বিরুদ্ধে ইতিপূর্বে ও পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। পাহাড় কাটার খবর পেয়ে গত ১৭ অক্টোবর ঘটনাস্থলে অভিযান চালান রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।

 

ওই সময় অভিযানের খবর পেয়ে পাহাড় খেকো ওসমান গনি ও মাটি কাটায় জড়িতরা সটকে পড়েন। পরে ইউএনও ফাহমিদা মুস্তফা ঘটনাস্থল থেকে বেশকিছু নির্মাণ সামগ্রী জব্দ করে কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলমের জিম্মায় দেন এবং তাৎক্ষনিক পাহাড় কাটা ও স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু এ অভিযানের কয়েকদিন পর থেকে আবারও পাহাড় কাটা ও স্থাপনা নির্মাণ শুরু করে ওসমান গনি।

 

এ নিয়ে গত ২৩ অক্টোবর পাহাড়খেকো ওসমান গনির বিরুদ্ধে পাহাড়া কাটা ও পরিবেশ দূষণের প্রতিকার চেয়ে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন- স্থানীয় পিয়ার মোহাম্মদ নামের এক বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আমির আলীর ছেলে।

 

পেয়ার মোহাম্মদ জানান- অভিযুক্ত ওসমান গনি এক মাস পূর্বে তার বসত বাড়ির ১০০ গজ দূরত্বে পোল্ট্রি খামার নির্মাণের লক্ষ্যে সরকারি খাস খতিয়ানভ‚ক্ত বিশাল পাহাড় কাটা শুরু করে। ২০ থেকে ৩০ জন শ্রমিক দ্বারা দিনরাত পাহাড় কেটে বর্তমানে পাহাড়ের একাংশ সমতল জমিতে রুপান্তর করে পোল্ট্রি খামার নির্মাণ কাজ শুরু করেছেন। বর্তমানে শ্রমিক দিয়ে একদিকে পাহাড় কাটা হচ্ছে এবং অন্যদিকে বিপুল পরিমান নির্মাণ সামগ্রী মজুদ করে পোল্ট্রি খামার নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

 

পেয়ার মোহাম্মদ আরও জানান- ওসমান গনি তার বসত বাড়ির পাশে ৩/৪ বছর পূর্বে ইটভাটায় মাটি বিক্রি করে একটি বড় গর্ত তৈরী করে। এরপর থেকে ওই গর্তে তার দুটি পোল্ট্রি খামারের সকল প্রকার বিষাক্ত তরল বর্জ্য ফেলে আসছে। বাড়ির একেবারেই সন্নিকটে খামারের বিষাক্ত বর্জ্য ফেলার কারণে পরিবারের সদস্যরা প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও ওসমান গনির বর্জ্য ফেলার গর্তের পাশে পেয়ার মোহাম্মদের ধানি জমি রয়েছে। বিষাক্ত বর্জ্য আশপাশের বিপুল পরিমান ধানি জমিতে ছড়িয়ে পড়েছে। এ কারণে আমার প্রায় এক একর ধানি জমির ফসল বিষাক্ত বর্জ্যে সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে।

 

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- অভিযানে গিয়ে পাহাড় কাটার সত্যতা পেয়েছিলেন। বিষয়টি তিনি কক্সবাজার পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছিলেন। এরপরও যদি পাহাড় কাটা ও স্থাপনা নির্মাণ করা হলে আবারও অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন- অভিযোগের প্রেক্ষিতে তিনি সরেজমিন গিয়ে পাহাড় কাটা এবং বর্জ্য ফেলে পরিবেশ দূষনের সত্যতা পেয়েছেন। এ ব্যাপারে তিনি লিখিত প্রতিবেদন উচ্চ পর্যায়ে পাঠাবেন এবং নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম জানিয়েছেন- ইউএনও ঘটনাস্থলে গিয়ে নিষেধ করার পরও ওসমান গনি আবারও পাহাড় কাটা শুরু করেছে। এমনকি তাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বললেও সে তাতে কর্ণপাত করেনি।

 

ফতেখাঁরকুল ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ শাহেদ জানিয়েছেন- যেখানে পাহাড় কাটা হচ্ছে সেটি খাস জমি। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত প্রতিবেদনও দিয়েছেন। পাহাড় খেকো ওসমান গনি এতবড় অপরাধ সংগঠিত করার পরও শাস্তির আওতায় না আসলে ভবিষ্যতে এ এলাকায় পাহাড় কাটা আশংকাজনকভাবে বেড়ে যাবে বলে মনে করেন কক্সবাজার পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।

 

ভোরের আকাশ/নি