বাগেরহাটের মোরেলগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্টে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারে থাকা এজেন্ট শাখা মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা ভবনটির শাটার, গ্লাসের দরজা ও লোহার লকার ভেঙ্গে নগদ ৮ লাখ ৮৫ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয় বলে দাবি করেছেন মালিক পক্ষ।
শাখাটিতে কর্মরত মালিক পক্ষের পরিচালক মো. নাইম রাকিব বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ৮ টার দিকে ব্যাংকের কার্যক্রম বন্ধ করে তিনি বাড়ি চলে যান। বুধবার সকালে গিয়ে দেখেন সাটারের সকল তালা ভাঙ্গা। ব্যাংকের মধ্যে ভোল্ট ভাঙ্গা। নগদ প্রায় ৯ লাখ টাকাসহ ও স্বর্ণালংকার নেই।
মোরেলগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশিকুজ্জামান ও মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পরির্দশন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।