logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩৫
ফাটল ধরা আবাসিক হল পরিদর্শনে কুবি উপাচার্য
কুবি প্রতিনিধি

ফাটল ধরা আবাসিক হল পরিদর্শনে কুবি উপাচার্য

ভূমিকম্প পরবর্তী অবস্থা পর্যবেক্ষণের জন্য হল প্রভোস্ট, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অন্যান্য প্রকৌশলীদের সাথে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

 

আজ রোববার সকালে তিনি আবাসিক হলসমূহ পরিদর্শন করেন।

 


প্রকৌশলীদের প্রাথমিক পর্যবেক্ষনে কয়েকটি দেয়ালে সামান্য ক্ষয়ক্ষতি ছাড়া ভবনগুলোর কোনো কাঠামোগত ক্ষতি হয়নি বলে জানা গেছে।

 


এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনা করে প্রকৌশলীদের প্রাথমিক মতামতের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে বহিঃস্থ অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে অতি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং ভবনগুলোর অধিকতর যাচাই করা হবে।'

 


তিনি বলেন, 'আমি এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক সহ সরকারি প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। এই বিষয়ে প্রশাসনের নিকট থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস পেয়েছি।'

 

ভোরের আকাশ/ সু