logo
আপডেট : ৪ ডিসেম্বর, ২০২৩ ১৫:৫২
বিজিবির জব্দকৃত ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
জয়পুরহাট প্রতিনিধি

বিজিবির জব্দকৃত ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি কর্তৃক গত চার বছরের জব্দকৃত ১৯ কোটি টাকার ঊর্ধ্বে বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

 

সোমবার বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট ২০ বিজিবি ক্যাম্পের মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান শফিক।

 


অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাসেদ আসগর ও জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

 


এসময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গিয়াস উদ্দিন, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 


আলোচনা সভা শেষে ২০ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকা হতে ২০১৯ সালের ১৬ নভেম্বর থেকে ২০২৩ সালের ২৭ নভেম্বর পর্যন্ত জব্দকৃত প্রায় ১৯ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

 


ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ১ লাখ ২৩ হাজার ২১৬ বোতল ফেনসিডিল, ৩২.৬ লিটার লুজ ফেন্সিডিল, ৯ হাজার ৫১০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ, ১৬৫.৫ লিটার লুজ মদ, ০.৩৯২ কেজি হেরোইন, প্রায় ৩৮৬ কেজি গাঁজা, ৪৩ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ১২ হাজার ২৯ বোতল এমকেডিল, ৭ হাজার ৭৩ বোতল ফেয়ারডিল, ১ লাখ ৬০ হাজার ৮৯ পিস বিভিন্ন নেশাজাতীয় ইঞ্জেকশন, ২ হাজার ১৩৪ বোতল স্কাফ সিরাপ, ১৯৭ বোতল বিয়ার, ৩০৩ বোতল কফিডিল, ৭ লাখ ৬৫ হাজার ৮৬৭ পিস বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট, ৪ হাজার ৩৭৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৪৮৬ বোতল ফেন্সিগ্রীপ ও ৬৬৩ প্যাকেট বিড়ি।

 


প্রধান অতিথির বক্তব্যে বিজিবি'র রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান শফিক ভোরের আকাশকে বলেন, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি যথাযথ ও কার্ধকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবি'র আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা পূর্বের যেকোনো সময়ের তুলনায় বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি প্রতিনিয়ত সারাদেশে সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হচ্ছে। জয়পুরহাট ব্যাটালিরনও এক্ষেত্রে পিছিয়ে নেই।

 

তিনি মাদক চোরাচালান প্রতিরোধে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য জয়পুরহাট ব্যাটালিয়নের ভূয়সী প্রশংসা করেন।

 

ভোরের আকাশ/ সু