logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৩ ১৭:৪০
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের কালীগঞ্জে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

 

শনিবার দুপুরে সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া কালীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন।

 


অভিযানকালে পেঁয়াজের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৬ ধারায় পাঁচজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সহকারী কমিশনার ( ভূমি) উম্মে হাফছা নাদিয়া জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে। পেঁয়াজের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

 


এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হকসহ আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/সু