খুলনার পাইকগাছায় ৬ দিন ধরে নিখোঁজ রিমি আক্তার (১২) নামের এক কিশোরী। মামার চায়ের দোকান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে ৬ দিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি রিমি।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৫ টার পরে মামা আব্দুল কাশেমের পাইকগাছা বাস স্ট্রান্ডের (কয়রা কাউন্টারের) পাশে চায়ের দোকানে এসেছিল ভাগ্নী রিমি আক্তার। মামার চায়ের দোকান থেকে রিমিকে ভ্যানে তুলে দেন তার নানী জোহরা বেগম। রাত ১০ টার দিকে মামা কাশেম ও নানী জোহরা বেগম (পৌরসভা ৫ নং ওয়ার্ডে আবাসন প্রকল্প) বাড়ি ফিরে রিমিকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। রাত পেরিয়ে সকাল আসে সকাল পেরিয়ে সন্ধ্যা আসে এমনভাবে দিন চলে যায়। একদিন দুইদিন করে পাঁচদিন অতিবাহিত হলেও এখনো রিমির খোঁজ পায়নি তার পরিবার।
মামা আবুল কাশেম জানান, ভাগ্নী রিমি মঙ্গলবার বিকেলে আমার দোকানে আসে। সন্ধ্যায় তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি গিয়ে তাকে খোঁজাখুজি করে না পেয়ে ভাবলাম হয়তো কোন আত্মীয়ের বাসায় গেছে। কিন্তু সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার সন্ধ্যায় পাইকগাছা থানায় জিডি করি।
পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি এবং ইতিমধ্যে কাজ শুরু করেছি।
ভোরের আকাশ/ সু