আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৩১ হাজার ৬৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র ধরা হয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে এক কর্মশালায় সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
এ সময়ে সিটি কর্পোরেশন এলাকায় ৩৪০ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২২ হাজার ১৪৮ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৪৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী সহ বিভিন্ন গনমাধ্যমের ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/ সু