logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১২:০৭
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
ময়মনসিংহ প্রতিনিধি

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

পুষ্পস্তবক অর্পণ করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন

১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর, আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।

 


বৃহস্পতিবার সকাল ৭ টা ১৫ মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

 


মেয়র মো. ইকরামুল হক টিটুর পক্ষে সচিব মো. আরিফুর রহমান, প্যানেল মেয়র সামীমা আক্তার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জয়নাল আবেদিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/ সু