logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩৫
পাইকগাছায় আদালতের এজলাসে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা
আটক ১
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় আদালতের এজলাসে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা

খুলনার পাইকগাছায় আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগের ঘটনায় থানায় অজ্ঞাত নামে মামলা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সন্দেহে জাহিদুল ইসলাম (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। সে উপজেলার গদাইপুর গ্রামের আনছার মোড়লের ছেলে।

 


আদালতের স্টোনো বাদী হয়ে বুধবার রাতে এ ঘটনায় মামলা করেছেন। এ ঘটনার পর বিচারক ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার গভীর রাতে কোকের বোতল থেকে গ্লাস ভাংঙ্গা জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে পরিদর্শন কালে কর্মকর্তারা জানান। যার আলামত হিসেবে কোকের দুটি বোতল পাওয়া গেছে।

 


ঘটনা জানার পরপরই সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী কমিশনার (ভুমি), ওসি পাইকগাছা মো. ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

দুপুরে পরিদর্শনে আসেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। বিকেলে পরিদর্শনে আসেন চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট সনন্দ বাগচি ও জেলা জজ মাহমুদা খাতুন।

 


ওসি পাইকগাছা থানা মো. ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় অজ্ঞাত নামে আদালতের স্টোনো মোল্যা গোলাম সরোয়ার বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় সন্দেহে জাহিদুল ইসলাম নামের একজনকে বৃহস্পতিবার দুপুরে আটক করা হয়েছে। আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যহত করতে এ ঘটনা হতে পারে।

 


ডি-সার্কেল সাইফুল ইসলাম বলেন, অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অতি দ্রতই জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নেওয়া হবে।

 

ভোরের আকাশ/ সু