logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৭:৫৮
কারাবন্দী নেতাদের পাশে রকিবুল ইসলাম বকুল
নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী নেতাদের পাশে রকিবুল ইসলাম বকুল

চলমান আন্দোলনে খুলনার কারাবন্দী নেতৃবৃন্দ ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

 

সরকার পতনের একদফা দাবি আদায়ের লক্ষে গত ২৮অক্টোবর থেকে এপর্যন্ত বিএনপির চলমান আন্দোলনে গ্রেফতারকৃত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

 

তাদের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রেরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।

 

বুধবার ১৩ ডিসেম্বর খুলনা মহানগরীর খানজাহান আলী ও আড়ংঘাটা থানার কারাবন্দী ৩৫ জন নেতৃবৃন্দের পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, রসুন প্রভৃতি প্রেরণ করেন।

 

এই সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং পর্যায়ক্রমে খুলনা মহানগরীর সকল থানার গ্রেফতারকৃত নেতাকর্মীদের পরিবারের জন্য প্রেরণ করা হবে বলে রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

 

বুধবার খানজাহান আলী ও আড়ংঘাটা থানার কাজী মিজানুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন খোকা, মো. বিল্লাল হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. মাছুম বিল্লাহ, মেহেদী হাসান বাপ্পি, রেজা গাজী, রুবায়েত হোসেন রুদ্র, জুম্মান শাহেদ, আলামিন, মেহেদী, আব্দুল হাই রুমি, হাসিবুর রহমান উজ্জ্বল, মো. রবিউল ইসলাম, মো. আলিমুল ওরফে আলিমুল মোড়ল, শেখ খুরশিদ আলম লেলিন, মো. শাহেদ হাসান মোড়ল, মো. জাহেদ মোড়ল, মো. ইসরাফিল শেখ, মো. জাহিদুল ইসলাম, শেখ কামরুল সরদার সহ ৩৫জন নেতাকর্মীর বাড়িতে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল প্রেরিত নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেন খানজাহান আলী এবং আড়ংঘাটা থানা বিএনপির নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য যে, বিগত ২৮অক্টোবর থেকে বিএনপির চলমান আন্দোলনে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত ৫ শতাধিক নেতৃবৃন্দের প্রিজনারস ক্যান্টিনে (পিসি) ইতিমধ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল।

 

ভোরের আকাশ/আসা