logo
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৩ ১৬:৪৪
ব্রাহ্মণবাড়িয়ার সব আসন থেকে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সব আসন থেকে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার সব আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছে নিয়েছেন জাকের পার্টির প্রার্থীরা।

 

রোববার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়ন প্রত্যাহার করে নেন।

 

জেলার ৬ আসনের মধ্যে ৫ জন প্রার্থী উপস্থিত থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। একজন দেশের বাইরে থাকায় অনলাইনের মাধ্যমে চিঠি পাঠিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন।

 

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে জাকির হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে সেলিম কবির, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে জামসেদ মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে আব্দুল আজির।

 

জেলা জাকের পার্টির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী জাকির হোসেন চৌধুরী জানান, আমরা কোনো সমঝোতার নির্বাচনে অংশ নিবো না। ব্রাহ্মণবাড়িয়ায় আমরা ৫ জন প্রার্থী উপস্থিত থেকে মনোনয়ন প্রত্যাহার করেছি। অন্যজন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থী দেশের বাইরে থাকায় অনলাইনে আবেদন করে প্রত্যাহার করেছেন তিনি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি। নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে কিনা তা বুঝতেই পারছেন।

 

ভোরের আকাশ/আসা