আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:১৩
তালুকদার মো.তৌহিদের প্রতীক 'ঈগল'
সাভার (ঢাকা) প্রতিনিধি
তালুকদার মো. তৌহিদ জং মুরাদ
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এই প্রতীক বরাদ্দ দেন।
এর আগে সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন।
তালুকদার মো. তৌহিদ জং মুরাদ এই আসনের সাবেক সংসদ সদস্য। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের (নৌকা) মাঝি হয়ে ২০০৮ সালে ২,৮২,১০৯ ভোট পেয়ে বিজয়ী হন।
এবার এই আসনে তার বিরুদ্ধে নৌকার হয়ে লড়বেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
ভোরের আকাশ/ সু