logo
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৭
শুভ বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইটের আগে অভিযান
২০ কেজি বিস্ফোরকসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক

২০ কেজি বিস্ফোরকসহ গ্রেপ্তার ১

২০ কেজি বিস্ফোরকসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

 

সোমবার রাতে ১৩ নং রমাকান্ত নন্দী লেন থেকে বিকাশ নামেরও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তিনি বিক্রি নিষিদ্ধ আতশবাজি বাজি বিক্রি করছিলেন। এর আগে ২০২১ সালে একই কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন বলেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্নে ইসলামপুরসহ আশপাশ দোকানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের এক পর্যায়ে আতশবাজি বিক্রির সময় বিকাশকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ২০ কেজি আতশবাজি। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

তিনি আরো বলেন, বিকাশ একই অপরাধে ২০২১ সালেও গ্রেপ্তার হয়েছিলো।

 

এদিকে, সোমবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্নে সোমবার রাত ১২টা থেকে ঢাকা মহানগরীতে সকল প্রকার আতশবাজি, মশাল মিছিল, পটকা ফুটানো ও ফানুস ওড়ানো ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

 

ভোরের আকাশ/আসা