খালেদ উসমানী, সিলেট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বুধবার সিলেট আসছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নগরীর আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ জনসভাকে ঘিরে দলের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিতে সিলেটকে নিয়ে এক ধরনের কৌতুহল গড়ে উঠেছে। সিলেট-১ আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। সাধারণ মানুষ মনে করে, হজরত শাহজালালসহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমির এ আসনটি সব দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করায় সিলেট ১- আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেনের শক্ত কোন প্রতিপক্ষ নেই। এমনকি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রার্থীতা প্রত্যাহার করায় অনেকটাই বিজয় নিশ্চিত নৌকার প্রার্থী ড.মোমেনের।
অপরদিকে সিলেট বিভাগের মধ্যে অন্তত ৭ টি আসনে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী থাকায় দুশ্চিন্তায় রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলের প্রধানরা সিলেটের হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এবারও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধারাবাহিকতা বজায় রাখছেন। আলিয়া মাদরাসা মাঠে নৌকার আদলে তৈরি করা হচ্ছে জনসভামঞ্চ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কয়েকদিন আগে সিলেট গিয়ে বিশেষ বর্ধিত সভা করেছেন। তিনি এ বিভাগের ১৯ আসনের নৌকার প্রার্থীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। সিলেট জনসভা জনসমুদ্রে রূপ নেবে বলে জানান আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।
এ প্রসঙ্গে নানক বলেন, পুণ্যভূমি সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হবে। এ জনসভাকে ঘিরে এ বিভাগের মানুষের মধ্যে অন্যরকম উৎসাহ সৃষ্টি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ১০ লক্ষ মানুষের সমাগম হবে বলে আসা ব্যক্ত করেছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, আলিয়া মাদরাসা মাঠ প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের বৃহৎ জনসমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের প্রতিটি জেলা-উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা এসে উপস্থিত হবেন।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল আলম রোমেন বলেন, সাধারণ শ্রমিকদের জন্য বিভিন্ন সরকারি অনুদান ও সুযোগ সুবিধা সৃষ্টির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শ্রমিকদের কাছে নিজেকে একজন শ্রমিক বান্ধব রাষ্ট্র নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামিলীগ এর আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে শেখ হাসিনা জনসভা জনসমুদ্রে পরিণত হবে। সিলেট বিভাগের ৪ টি জেলার সকল উপজেলা ও বিভিন্ন বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা কর্মীরা জনসভায় অংশ গ্রহণ করবেন বলে তিনি আসা ব্যক্ত করেন।
ভোরের আকাশ/আসা