logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৩ ১৩:৩৩
কক্সবাজারে পর্যটকদের পচা-বাসি মাছ খাওয়ানোর অভিযোগে জরিমানা
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে পর্যটকদের পচা-বাসি মাছ খাওয়ানোর অভিযোগে জরিমানা

ক্যাপশন: ফিশ ফ্রাই দোকানগুলোতে জরিমানা আদায় করেছে প্রশাসন

কক্সবাজার সৈকতপাড়ের ফিশ ফ্রাই দোকানে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও পচা-বাসি মাছ খাওয়ানোর অভিযোগে ৪টি দোকান সিলগালা ও ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। এসব দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির পাশাপাশি পর্যটকদের খাওয়ানো হচ্ছে পচা-বাসি মাছ। ব্যবহার করা হচ্ছে অস্বাস্থ্যকর তেল।

 

পচা-বাসি মাছ খাওয়ানো এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মঙ্গলবার রাতে অভিযানে নামে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযান টের পেয়ে অনেক দোকানদার পালিয়ে যায়। এ সময় পচা ও বাসি মাছ জব্দ করার পাশাপাশি করা হয় জরিমানাও। আর ফিশ ফ্রাইয়ের সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার। এ ছাড়াও পচা ও বাসি মাছ খাওয়ানো হচ্ছে পর্যটকদের। তিনি আরও বলেন, প্রায় সব দোকানেই অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি হয়। দাঁড়ানোর অবস্থাও নেই। এ ছাড়া সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে পোড়া তেলে মাছগুলো ভাজা হচ্ছে। খুবই অস্বাস্থ্যকর পরিবেশ।

 

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে ৪টি ভ্রাম্যমাণ দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। একইসঙ্গে সব ফিশ ফ্রাই দোকান আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা যখন মান ঠিক করে আমাদের প্রমাণ করতে পারবেন তখন দোকানগুলো আবার চালু করার সুযোগ পাবেন।

 

সৈকতের সুগন্ধা পয়েন্টে রাস্তার পাশে রয়েছে অসংখ্য ফিশ ফ্রাইয়ের দোকান। একইসঙ্গে সৈকতের বালিয়াড়িতেও রয়েছে ফিশ ফ্রাইয়ের দোকান। সন্ধ্যা নামলেই সামুদ্রিক মাছ নিয়ে বসে পড়েন দোকানিরা।

 

দোকানিরা ভ্যানের ওপর সারি সারি সাজানো টুনা, স্যালমন, রুপচাঁদা, কোরাল, রেড স্নাইপার, সুরমা, স্কুড, কাঁকড়া, চিংড়ি, অক্টোপাসসহ নানা প্রজাপতির সামুদ্রিক মাছের পসরা সাজিয়ে বসেন। এসব সামুদ্রিক মাছের সমাহার দেখে রাস্তার পাশেই টোল নিয়ে বসে পড়েন পর্যটকরা। পছন্দের মাছ কিনে কেউ বারবিকিউ করে খাচ্ছেন আবার কেউ কেউ ফ্রাই করে খাচ্ছেন। তবে কেউ জানেন না এই মাছ কতটুকু স্বাস্থ্যকর।

 

পর্যটকরা বলছেন, সৈকত এলাকায় সামুদ্রিক মাছ ফ্রাই খুবই পছন্দের খাবার। কিন্তু তা নিয়ে নয়-ছয় করা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

 

ভোরের আকাশ/মি