logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১১:০১
মদসহ স্বতন্ত্র প্রার্থীর ছবি ভাইরাল
কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা)

মদসহ স্বতন্ত্র প্রার্থীর ছবি ভাইরাল

কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধামরাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনের মদসহ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মোহাদ্দেছ হোসেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

ছবিতে দেখা যায়, এক বোতল মদ ও গ্লাসে মদসহ বসে আছেন মোহাদ্দেছ হোসেন। পাশে বসে আছেন মোহাদ্দেছের অনুসারী ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ইউপি সদস্য বাবুল আক্তার। এছাড়াও আশপাশে আরও কয়েকজনকে বসে থাকতে দেখা যায়।

 

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, মোহাদ্দেছ হোসেন ও তার অনুসারীদের অনেকেই মাদকাসক্ত। এই ছবি ছাড়াও আরও কয়েকটি ছবি ও ভিডিও একইসঙ্গে ভাইরাল হয়েছে। এরমধ্যে একটি ভিডিওতে স্বল্পবসনের এক নারীকে নিয়ে মোহাদ্দেছের অনুসারী বাবুকে টানা হেঁচড়া করতে দেখা যায়। পাশেই দাঁড়িয়ে ধুমপান করতে দেখা যায় মোহাদ্দেছের অনুসারী ছাত্রলীগ নেতা তুষার আহমেদ শান্তকে।

 

এছাড়াও তার অনুসারী বাবু, শফিকেরও মাদক গ্রহণের ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় বইছে নিন্দার ঝড়।

 

সচেতন নাগরিক সমাজ ধামরাই এর আহ্বায়ক মো. ইমরান হোসেন বলেন, ‘এটা অবশ্যই নেতিবাচক দিক। জনপ্রতিনিধি যারা তারা দেশের আদর্শ নাগরিক হবেন। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হবেন। তাদের সবাই অনুসরণ করবেন। এমন মানুষই হওয়া উচিৎ। এ বিষয়ে কেউ সম্পৃক্ত হয়ে থাকলে বিষয়টি আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’

 

ধামরাই উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকু বলেন, ‘এটা অত্যন্ত লজ্জার বিষয়। এইসব ঘটনা যদি ঘটায় এমন একজন নেতা। সেটা খুবই লজ্জার বিষয়। আমরা সবসময় মাদকের বিরুদ্ধে থাকি। সেখানে একজন নেতা যদি মাদকাসক্ত হন। সেটা আমাদের জন্য লজ্জার। এতে সাধারণ মানুষের কাছে বার্তা যায়, যেনো এরকম নেতার কারণে মাদক ছড়িয়ে পড়বে।’

 

সুতিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের (নওগাঁও দক্ষিণ পাড়া) ইউপি সদস্য মো. বাবুল আক্তার বলেন, ‘এই ছবি কে দিছে? কে দিল তারে দেখান। ওরকম কোনো ঘটনা নাই।’

 

মদসহ ছবির বিষয়ে জানতে মোহাদ্দেছ হোসেনকে ফোন করা হলে তিনি বলেন, ‘এটা পাইছি। এটা ভুয়া পুরা ভুয়া। এটা বানায় দিছে। আপনি আইসেন। আপনার লগে কথা কমুনি।’

 

ভোরের আকাশ/আসা