logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:৪৩
মহেশখালীতে ধরা পড়ল ২ কোটির কালো পোয়া
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

মহেশখালীতে ধরা পড়ল ২ কোটির কালো পোয়া

মোজাম্মেল বহদ্দারের জালে ধরা পড়েছে এই কালো পোয়াগুলো

কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে মোজাম্মেল বহদ্দার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৫৯টি কালো পোয়া মাছ। মাছগুলোর দাম হাঁকানো হয়েছে প্রায় ২ কোটি টাকা। শুক্রবার মাছগুলো গভীর সাগরে জেলের জালে ধরা পড়ে।

 

১৫৯টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাটা ইউনিয়নে হৈচৈ লেগে গেছে। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মোজাম্মেল এবং কালো পোয়া মাছ। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো দেখার জন্যে জেলের পরিবারে ভিড় জমিয়েছে।

 


বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু। তিনি বলেন, মোজাম্মেলের জালে ১৫৯ টি কালো পোয়া ধরা পড়েছে। হতদরিদ্র জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছে। এটা আল্লাহর নিয়ামত।

 

তিনি আরো বলেন, শুনেছি মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা। কালো পোয়া যেহেতু খুবই দামি মাছ হয়তো দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবেন মোজাম্মেল।

 


ধলঘাটার স্থানীয় বাসিন্দা আরমানুল ইসলাম সুমন বলেন, সবাই খুবই খুশি মোজাম্মেল বহদ্দারের জালে মাছগুলো ধরা পড়ায়। ইউনিয়নের অনেক মানুষ মাছগুলো দেখার জন্য সেখানে ছুটে গেছেন।

 


মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কালো পোয়া আকারভেদে দাম বেশি হতে পারে। এক কেজি সাইজের মাছের দাম হতে পারে ১ হাজার টাকা। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি হলে দামটা অনেক বেশি হবে। তবে মাছগুলো আমিও দেখেছি ২ কোটি দাম হাঁকানোর মতো না।

 

ভোরের আকাশ/ সু