logo
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৭
নির্বাচনী প্রচারনায় আজ পীরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

নির্বাচনী প্রচারনায় আজ পীরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চাইতেই আজ পীরগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩ টায় নির্বাচনী জনসভায় ভাষন দিবেন।

 

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, সকালে বিমানযোগে সৈয়দপুর এসে প্রথমে তারাগঞ্জে দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক’র জনসভা শেষে গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুরে আসবেন প্রধানমন্ত্রী । সেখানে স্বামীর কবর জিয়ারতের পর পরিবারের নিকট আত্মীয়দের সাথে কুশল বিনিময় করে সময় কাটাবেন তিনি। এরপর বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দিবেন।

 

তিনি আরও জানান জনসভা সফল করতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনকে বরণ করে নিতে ইতোমধ্যে সকল প্রস্তুতী সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। তাঁর আগমনকে কেন্দ্র করে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে পুর্ণ নিরাপত্তা দিতে শনিবার রাত থেকেই এসএসএফ, ডিজিএফ, বিডিয়ার, এনএসআই, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা কর্মীরা নজরদারি চালিয়ে যাচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রীর আগমনে চলছে পীরগঞ্জে ব্যাপক সাজসজ্জা, প্রচার প্রচারনা সহ মাইকিং ও পোস্টারিং।

 


এর আগেও প্রধানমন্ত্রী ২০১৮ সালের ২২ ডিসেম্বরে পীরগঞ্জে একই মাঠে জনসভা করেছিলেন এবং ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা ও লালদীঘির ফতেহপুরে কর্মীসভা করেন ।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে পূনরায় বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত রায় নন্দীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বর্ধিত সভা করছেন।

 


প্রধানমন্ত্রীর জনসফা প্রসঙ্গে ড. শিরীন শারমিন বলেন, গত ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী টেলিফোনে পীরগঞ্জের নেতাকর্মীদের জানিয়েছিলেন যে তিনি পীরগঞ্জ আসবেন। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে জনসভা জনসমুদ্রে পরিনত হবে। আর এই জনসভা সফল করতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অভূতপূর্ব সাফল্য বয়ে এনেছে। শ্বশুরবাড়ী পীরগঞ্জসহ গোটা রংপুর বিভাগের অনেক উন্নয়ন সাধন করেছেন। বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিণত করেছেন।

 

ভোরের আকাশ/অ