logo
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৩ ১৫:৫৫
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণ করতে গিয়ে হামলার শিকার ৩৫ মুক্তিযোদ্ধা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণ করতে 
গিয়ে হামলার শিকার ৩৫ মুক্তিযোদ্ধা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভুইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে, নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সমর্থিত ইউপি সদস্য শমসের আলীর নেতৃত্বে তার লোকজন ৩৫ জন মুক্তিযোদ্ধার উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে হামলা ও মারধরের অভিযোগ এনে মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করে করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা হাসান মাসুদ, মুক্তিযোদ্ধার চাঁন মিয়া, মুক্তিযোদ্ধা আজিুল হক ও আলাউদ্দিন, আব্দুর রশিদ, আব্দুল হক, সানাউল্লাহসহ আরো অনেকে।

 


সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, সোমবার দুপুরে ৩৫ জন মুক্তিযোদ্ধা স্বতন্ত্র প্রার্থী (কেটলি) শাহজাহান ভুইয়ার নির্বাচনী প্রচারণা চালাতে চনপাড়া পুর্ণবাসন কেন্দ্র এলাকায় যান। এদিকে নৌকা প্রতিকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ইউপি সদস্য শমসের আলী। এসময় মুক্তিযোদ্ধারাও চনপাড়ায় পূর্ণবাসন কেন্দ্র এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুইয়ার পক্ষে লিফটলেট ও ভোট চাইছিলেন।

 


বেলা ১১টার দিকে গাজী সমর্থিত ইউপি সদস্য শমসেরের নেতৃত্বে তার লোকজন নৌকার একটি মিছিল নিয়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলেন। এসময় শমসের ও তার লোকজন মুক্তিযোদ্ধাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করতে থাকেন। এক পর্যায়ে শমসের ও তার লোকজন প্রচারণা ও গণসংযোগকালে মুক্তিযোদ্ধা হাসান মাসুদ, মুক্তিযোদ্ধার আজিজুল হক, মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ, মুক্তিযোদ্ধা চাঁন মিয়াসহ উপস্থিত ৩৫ জন মুক্তিযোদ্ধাকে মারধর করেন এবং নির্বাচনী প্রচারণায় বাঁধা দেন। এতেই ক্ষান্ত হননি মুক্তিযোদ্ধা আজিজুল হককে  লাথি দিয়ে গুরুতর আহত করেন। পরে শমসেরের লোকজন মুক্তিযোদ্ধাদের চনপাড়া থেকে গালিগালাজ করে বের করে দেন।

 


মুক্তিযোদ্ধারা আরো অভিযোগ করে বলেন, আমরা বহুকষ্টে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু সন্ত্রাসীরা আমাদের আমাদের উপর নির্মমভাবে হামলা চালিয়েছে এটি খুবই দুঃখজনক। আমরা মুক্তিযোদ্ধরাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যদি প্রচারণা করতে না পারি তাহলে সাধারণ মানুষের কি অবস্থা চিন্তা করেন। আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে এর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি।

 


এ ব্যাপারে অভিযুক্ত চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শমসের আলী বলেন, বীরমুক্তিযোদ্ধাগণ চনপাড়ার শেখ রাসেল নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীকে পক্ষে শান্তিপূর্ণভাবে গণসংযোগ করেছেন। কোথাও কেউ তাদের বাঁধা প্রদান করেনি। তারা হয়তো কারো দ্বারা প্রভাবিত হয়ে এখন সংবাদ সম্মেলন করে প্রোপাকান্ডা ছড়ানোর চেষ্টা চলছে। এ ধরনের কোন ঘটনা ঘটেনি। নৌকার প্রার্থীকে হয়রানী করার জন্য এসব অপপ্রচার ও মিথ্যা অভিযোগ করানো হচ্ছে।

 

ভোরের আকাশ/অ