logo
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২৩ ১৪:১৪
১৮ কেজি ওজনের তাইরা মাছ অর্ধলক্ষ টাকায় বিক্রি
বরগুনা প্রতিনিধি

১৮ কেজি ওজনের তাইরা মাছ অর্ধলক্ষ টাকায় বিক্রি

গভীর বঙ্গোপসাগরে উপকূলীয় জেলা বরগুনার জেলেদের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি তাইরা মাছ।
 
 
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে পঞ্চাশ হাজার টাকায় তাইরা মাছটি বিক্রি করা হয়েছে।
 
 
জানা যায়, আজ সকালে পাথরঘাটার বিএফডিসি মার্কেটে খোলা ডাকে এক লক্ষ আট হাজার টাকা মণ দরে বিক্রি হয় মাছটি। মার্কেটের আড়ৎদার আ. ছালাম মিয়া ডাক তুললে সর্বোচ্চ ডাকে পাইকার মো. হানিফ আটচল্লিশ হাজার ছয়শত টাকায় কিনে নেয় মাছটি।
 
 
পাথরঘাটা বিএফডিসি মার্কেটের অন্য পাইকার সাইফুল ইসলাম বলেন, বড় তাইরা মাছ খুবই কম পাওয়া যায়। মাছটি আড়ৎদারি খরচ সহ পঞ্চাশ হাজারের বেশি পড়বে। তাইরা মাছের ঢাকার বড় বড় হোটেল ও এয়ারপোর্টে চাহিদা রয়েছে। পাইকার হানিফ মাছটি ঢাকায় বিক্রি করার জন্য প্যাকেটজাত করছেন।
 
 
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সামুদ্রিক মাছটির নাম তাইরা হলেও কেউ এটি লাক্ষা মাছ বা তাইল্যা মাছ বলে। ইংরেজিতে মাছটিকে স্যালমন বলে। সুস্বাদু হওয়ায় এবং প্রচুর আয়োডিন সম্পন্ন মাছটির দাম বেশী থাকে। এ ধরনের মাছ প্রায় বিলুপ্তির পথে তারপরও গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে মাঝেমধ্যে দুই একটা ধরা পড়ে। 
 
 
ভোরের আকাশ/ সু