logo
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৩ ১২:৪৬
সাভারে সড়ক দুর্ঘটনায় দীপ্ত টিভির মাল্টিমিডিয়া জার্নালিস্ট নিহত
সাভার প্রতিনিধি

সাভারে সড়ক দুর্ঘটনায় দীপ্ত টিভির মাল্টিমিডিয়া জার্নালিস্ট নিহত

ঢাকার সাভারে ট্রাকচাপায় দীপ্ত টিভির মাল্টিমিডিয়া জার্নালিস্ট (ভিডিও এডিটর) কামরুজ্জামান রতন (৫০) নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত দীপ্ত টিভির ভিডিও এডিটর কামরুজ্জামান রতন সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

 

দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, ‘কামরুজ্জামান ভাই হেড অফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেলে চলাচল করতেন তিনি। আজ সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংকটাউন এলাকায় একটি বেপরোয়া গতির পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।’

 

সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি কামরুজ্জামান নামের ওই সাংবাদিক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

 

ভোরের আকাশ/ সু