logo
আপডেট : ৩ জানুয়ারি, ২০২৪ ১৪:১৭
বাগেরহাট জেলে হাজতীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলে হাজতীর মৃত্যু

বাগেরহাট জেলা কারাগারে কামাল হোসেন (৪৩) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। মৃত কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌর এলাকার সাংকিভাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের পুত্র।

 

হাসপাতাল ও কারা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে কামাল হোসেন অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে জেল কর্তৃপক্ষ তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

 


কামাল হোসেন এর মৃত্যুর বিষয় বাগেরহাটের জেলার আবদুল্লাহেল আল আমিন মুঠোফোনে বলেন, আমি ছুটিতে আছি। ডেপুটি জেলারের সাথে কথা বলতে বলেন তিনি।

 


ডেপুটি জেলার মফিজুরর রহমান সাকিল মুঠোফোনে বলেন, আমি অনেক ব্যস্ত আছি এখন কিছু বলতে পারবনা।

 


বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. এম এম ফয়সাল ইসলাস বলেন, মঙ্গলবার রাত ১১ টা ১৫ মিনিটের সময় কামাল হোসেন নামের এক রোগীকে এখানে আনা হয়। ওনাকে আমরা মৃত অবস্থায় পাই। বাগেরহাট জেলখানা থেকে রোগীটি এসেছিল। আমরা এখনই বলতে পারছিনা আসলে কি কারণে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

 

ভোরের আকাশ /সু