জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারন বিধিমালা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নৌকার প্রতীকের প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজমকে কারন দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
শনিবার বিকাল ৩টায় সিরাজগঞ্জ-৬ এর নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম ও জেলা দায়রা জজ আদালতের কার্যালয়ে ব্যক্তিগত বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যখ্যা প্রাদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে নির্বাচনী এলাকা-৬৭, সিরাজগঞ্জ-৬ এর নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এই নোটিশ দেন।
যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা এতথ্য নিশ্চিত করেছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ও শিক্ষকদের ব্যবহার করে সিরাজগঞ্জ-৬ আসনের নৌকার পক্ষে নির্বাচনী কর্মসূচি বা কর্মকান্ড (নির্বাচনী প্রচার কার্য) পরিচালনা করায় প্রার্থীর আচারন বিধিমালা ভঙ্গ হয়েছে। একারনে তাদের কারন দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়।
এবিষয়ে জানতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজমের মোবাইল ফোনে একাধিকার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
ভোরের আকাশ/ সু