logo
আপডেট : ৭ জানুয়ারি, ২০২৪ ০৯:৩২
জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদী শেখ হাসিনা
অনলাইন ডেস্ক

জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদী শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্চনের ভোট গ্রহন শুরু হয়েছে সকাল ৮ টা থেকে । চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সকাল ৮ টায় ঢাকা সিটি কলেজের ভোট কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী । ভোট দেয়ার পর জয়ের ব্যাপারে কতটা আশাবাদী প্রধানমন্ত্রী তা ব্যাক্ত করেন।

 

 

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে, বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা বাসে, ট্রেনে, ভোটকেন্দ্রে আগুন দেয়। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।  সে কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

 

 

তিনি আরও বলেন, এই ভোটের জন্য, জনগণের ভোটের অধিকার সুনিশ্চিত করার জন্য আমাকে অনেক জেল-জুলুম সহ্য করতে হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারছি সে জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা বিপত্তি ছিল, তারপরও শত বিপত্তি পেড়িয়ে  ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি। আমাদের সামনে আরও কাজ আছে। নৌকা মার্কার জয় লাভ হবে। তাহলে আবার আমরা সরকার গঠন করে দেশের উন্নতি করতে পারবো।

 

ভোরের আকাশ/অ