পুলিশ বলছে নারায়নগঞ্জের রূপগঞ্জের ৬৩ টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ। কিন্তু নৌকার ছাড়া অন্য প্রার্থীদের দাবী রূপগঞ্জের সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
সাতটি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত নারায়নগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৬ শত ১৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৮ শত ৯৪ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭ শত ২০ জন ও হিজরা ভোটার ২ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ১৮৫ টি।
এর মধ্যে রূপগঞ্জ থানা পুলিশ ৬৩টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। তবে নির্বাচনী বিভিন্ন সহিংসতার কারণে নৌকা বিরোধী প্রার্থীরা রূপগঞ্জের অধিকাংশ ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ মনে করছেন। এই আসনটিকে নানা কারণে গুরুত্বপূর্ণ মনে করেছে। এখানে তিনজন শক্ত প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে।
নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনে গতকাল থেকে উপজেলার ১২৮ টি কেন্দ্রে প্রিজাইডং অফিসার, পোলিং অফিসার ও প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিলেও নিলেও আজ ভোর ৪ টা থেকে উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় থেকে শুরু ব্যালট পেপার বিতরণ। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ ।
ভোরের আকাশ/আসা