আপডেট : ৭ জানুয়ারি, ২০২৪ ১২:০৮
ময়মনসিংহে নারী ভোটারের উপস্থিতি বেশি
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের একটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। বিভিন্ন কেন্দ্রে শীত উপেক্ষা করেই সকাল সকাল ভোট দিতে আসছেন ভোটাররা।
তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
জেলার ১১টি আসনে ৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ হাজার ৩৬০টি ভোট কেন্দ্রের মধ্যে ৭২০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
মোট ৪৪ লাখ ৪৩ হাজার ৯১ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২২ লাখ ৪০ হাজার ৫৮৬ জন, নারী ভোটার ২২ লাখ ২ হাজার ৪৭০ জন ও তৃতীয় লিঙ্গের ৩৫ জন ভোটার রয়েছে।
ভোরের আকাশ/ সু