আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কেন্দ্রের সামনে থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। নৌকার সমর্থকেরা বলছেন, কাঁচি মার্কার ভোটারদের ভোট দিতে যাওয়া লাগবে না। তোমাদের টেবিল নিয়ে বসার দরকার নাই। এখান থেকে উঠে যাও।
মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে পিটিআই একাডেমিক ভবন কেন্দ্রের সামনে এইরকম ভয়ভীতি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প উঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে|
এই আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল তার প্রতীক কাঁচি । আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন মৃণাল কান্তি দাস।
কেন্দ্রটিতে মোট ভোটার ৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৭৭৩ জন। আর নারী ভোটার ২ হাজার ৬৭০ জন। এই কেন্দ্রে ১০টি ভোট গ্রহণ কক্ষ রয়েছে।
সকাল ৯টা থেকে সোয়া ৯টা পর্যন্ত এই কেন্দ্রের ৩টি ভোটকক্ষ ঘুরে ভোটারদের সরব উপস্থিতি দেখা যায়। ভোটাররা লম্বা সারিতে দাঁড়িয়ে থেকে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন।
আটটার মধ্যেই কেন্দ্রের সামনে দেখা যায় লম্বা সারি। পুরুষের পাশাপাশি অনেক নারী ভোটার পৃথক সারিতে দাঁড়িয়ে ছিলেন। তারা বলছেন, ভোটের পরিবেশ ভালো। ভোট দিতে এসে বেশ ভালো লাগছে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে ৯৫টি ভোট পড়েছে।
কেন্দ্রটির পুরুষ ভোটারদের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘ভোট শুরু হওয়ার আগে থেকেই আমাদের কেন্দ্রের বাইরে ভোটাররা জড়ো হতে থাকেন। ধারণা করা হচ্ছে, এখানে ভালোই ভোট পড়বে।
ভোরের আকাশ/অ