দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এর আগে সাত ঘন্টায় বেলা ৩ টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
তিনি জানিয়েছিলেন প্রথম চার ঘন্টায় বেলা ১২ টা পর্যন্ত ভোট পড়ে ১৮.৫ শতাংশ। পরবর্তী তিন ঘন্টায় ভোট পড়েছে ৮ দশমিক ৬৫ শতাংশ। শেষ ঘন্টায় ভোট পড়লো প্রায় ১৩ শতাংশ।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা চারটায়। এখন চলছে গননা।
নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
ভোরের আকাশ/আসা