logo
আপডেট : ৭ জানুয়ারি, ২০২৪ ১৭:৫৭
দেশের আকাশে উড়ছে আন্তর্জাতিক শকুন: শামীম ওসমান
অনলাইন ডেস্ক

দেশের আকাশে উড়ছে আন্তর্জাতিক শকুন: শামীম ওসমান

আমি নির্বাচনের পরিবেশ এখনও ভাল দেখছি। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না। তিনি বাংলাদেশের সম্পদ। এমনটাই মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শামীম ওসমান।

 

রোববার (৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের আকাশে আন্তর্জাতিক শকুন উড়ছে। ওদের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে ৭১ সালের পরাজিত শক্তি।

 

সকাল থেকেই আমি ইবাদতে মশগুল ছিলাম, মা ও ভাইয়ের কবর জিয়ারত করেছি, পরিবারকে সময় দিয়েছি । তাই এলাকায় কোথায় কি হচ্ছে তা সম্পর্কে আমি অবগত না। তবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এক উৎসবমুখর পরিবেশে ভোট দিবো।

 

আমাদের ভবিষ্যৎ ছিল জাতির পিতা বঙ্গবন্ধু উল্লেখ করে শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমাদের ভবিষ্যৎ ধ্বংসের মুখোমুখি হয়েছিলো। এখনও একপ্রকার চেষ্টা চলছে ।ওদের হাতে গেলে দেশ শেষ হয়ে যাবে।

 

আমি ওদেরকে রাজনৈতিক দল ভাবি না । এদের রাজনৈতিক দল বললে রাজনীতিবিদদের অপমান হবে। কারণ ওরা সন্ত্রাসীদের দল। সাধারণ মানুষদের আগুন দিয়ে পুড়িয়ে মারা এদের কাজ। গতকাল ফতুল্লায় একটি কেন্দ্রে আক্রমণ করার চেষ্টা করেছিল।

 

মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৫ জানুয়ারি যে ট্রেনে আগুন লাগানোর ঘটনা ঘটেছিলো তার প্রভাব কিছুটা হলেও পড়েছেই। তাছাড়া, তারা বলেছে ভোটকেন্দ্রে আসলে লাশ হয়ে ফিরবে। এতকিছুর পর সাধারন মানুষ ভয় পাবে তা স্বাভাবিক। তবে সর্ষের ভেতরও ভূত আছে। যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ভেতরও ভূত আছে। তারা চাইছে ভোটটা ঘুরাতে। আমি আমার এলাকায় এমন খবর পেয়েছি।

 

ভোরের আকাশ/অ