logo
আপডেট : ৮ জানুয়ারি, ২০২৪ ১৬:৪৯
গাইবান্ধার ৫টি আসনের নৌকার দখলে ৩টি, স্বতন্ত্র’র দখলে ২ টি
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ৫টি আসনের নৌকার দখলে ৩টি, স্বতন্ত্র’র দখলে ২ টি

গাইবান্ধায় ৫ টি সংসদীয় আসনের মধ্যে নৌকার দখলে ৩ টি আসন । এছাড়া বিজয়ী অন্য দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

নৌকার মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন, গাইবান্ধা-৩ আসনের অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি , গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ, গাইবান্ধা-৫ আসনের মাহামুদ হাসান রিপন।


এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গাইবান্ধা-১ আসনের ঢেকি প্রতীকের প্রার্থী নাহিদ নিগার সাগর ,গাইবান্ধা-২ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী শাহ্ সারোয়ার কবীর।

 

নির্বাচনের ফলাফল বিশ্লেষনে জানা যায় , গাইবান্ধা-১ আসনে নাহিদ নিগার সাগর ৬৬০৪৯ টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম লাঙ্গল প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছে ৪৩৪৯১ টি ভোট।

 

গাইবান্ধা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬৪১৯০ টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাহ্ সারোয়ার কবীর । অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকার পেয়েছে ৬১০৩৭ টি ভোট।

 

গাইবান্ধা-৩ আসনে নৌকার প্রার্থী অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি ৫৭১১৫ টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী মফিজুল হক সরকার পেয়েছে ২৬৩২৮ টি ।

 

গাইবান্ধা-৪ আসনে ২০১১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী পেয়েছে ২৭৪৫০ টি ভোট ।

 

গাইবান্ধা-৫ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীকে ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) ফারজানা রাব্বী বুবলী ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।


এর আগে ৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গাইবান্ধার ৫ টি সংসদীয় আসনের ৬৪৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় । সকাল থেকে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই জেলার সব কয়টি আসনে সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন হয় ।

 

ভোরের আকাশ/ সু