চারপাশে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার স্তূপ। সেই সঙ্গে ব্যাপক হারে বেড়েছে মশার উপদ্রব। এমন পরিবেশের মধ্যেই রোগীদের চিকিৎসা নিতে যেতে হচ্ছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে। অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে এসে বিপাকে পড়েছেন রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনরা। রাতের মতো দিনের বেলাও রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের মশারি টানিয়ে ঘুমাতে হচ্ছে। হাসপাতালের আশপাশে ময়লার স্তূপ থাকায় মশার উপদ্রব দিন দিন বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে হাসপাতাল চত্বর ঘিরে গড়ে ওঠা আবর্জনার স্তূপ অপসারণ এবং মশা নিধনে হবিগঞ্জ পৌরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন সেখানকার রোগী ও তাদের স্বজনরা।
জানা যায়, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার একমাত্র চিকিৎসা সেবার স্থল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল। হাসপাতালটিতে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এর মধ্যে প্রতিদিন গড়ে ২০০ রোগী ভর্তি হন চিকিৎসা নিতে। হাসপাতালের আশপাশে ময়লার স্তূপ থাকায় সেখানকার পরিবেশ যথেষ্ট স্বাস্থ্যকর নয়। এ ছাড়া মশার উপদ্রব বাড়ায় রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় যেসব রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হয় তাদের কষ্ট আরও বেশি।
রোগীদের সঙ্গে আলাপকালে তারা জানান, কয়েল কিংবা মশারি টানিয়েও মশার উপদ্রব থেকে রেহাই মিলছে না। মশার উপদ্রব সবচেয়ে বেশি পুরোনো ভবনে। ভবনটি নিয়মিত পরিষ্কার না করায় এমন সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়াও চারপাশে ময়লা-আবর্জনার কারণে দিন দিন মশা বাড়ছে। সদর হাসপাতালের পুরোনো ভবনে রয়েছে শিশুদের স্ক্যানো ওয়ার্ড, অপারেশন থিয়েটার, গাইনি বিভাগ, মহিলা ও পুরুষ সার্জারি ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ একাধিক দপ্তর।
চিকিৎসা নিতে আসা রোগী কামরুন্নাহার জানান, হাসপাতালের ভেতরের পরিবেশও নোংরা আর বাইরেও ময়লা। যে কারণে পুরো হাসপাতালজুড়ে মশার ভয়াবহ উপদ্রব। দিনের বেলায়ও মশার যন্ত্রণায় কোথাও দাঁড়িয়ে থাকা যায় না।
জনৈক রোগী রফিকুল ইসলাম জানান, অনেক দিন ধরে হাসপাতাল এলাকায় মশা নিধনের ওষুধ দেওয়া হয় না। ময়লাও অপসারণ করা হয় না।
এ বিষয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকার ভোরের আকাশকে জানান, প্রতিদিনই হাসপাতালের বিভিন্ন রুম পরিচ্ছন্ন করা হয়। বাইরে কিছু ময়লা-আবর্জনা রয়েছে, যেগুলোর কারণে মশার উপদ্রব দেখা দিয়েছে।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম জানান, মশা নিধন কার্যক্রম চলমান। কয়েক দিন আগেও হাসপাতাল চত্বরে মশানিধক স্প্রে করা হয়েছে। ময়লা অপসারণে পদক্ষেপ নেওয়া হবে।
ভোরের আকাশ/ সু