logo
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২৪ ১৬:০২
দিনাজপুরে শ্রমের হাটে নেই খরিদ্দার
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শ্রমের হাটে নেই খরিদ্দার

ষষ্টিতলা মোড়ে শ্রম বিক্রি করতে আসা শ্রমিকেরা

প্রচণ্ড শীত সূর্যের দেখা নেই প্রায় ৫ দিন ধরে। নাকাল প্রাণিকুল। কর্মহীন নিম্ন আয়ের মানুষ মধ্যবিত্তরা দিশেহারা, চাল, ডাল, সবজি, মাছ, মাংসসহ নিত্যপণ্যের দাম প্রতিদিন বেড়েই চলেছে দিনাজপুরে। দৈনিক যা আয় হয়, তার চাইতে ২ গুণ অতিরিক্ত খরচ হচ্ছে। ফলে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে গেছে। অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন সাধারণ খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্তরা।
 

রাজমিস্ত্রি স্বপন, মোছা. জমিলা, বইজু ও মোহাম্মদ আলী বলেন, দিনাজপুর ষষ্টিতলা মোড়ে রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, ঢালাই মিস্ত্রি, মোজাইক মিস্ত্রি, পানি মিস্ত্রি, ইট-খোয়া ভাঙ্গা শ্রমিকেরা এই ষষ্টিতলা মোড়ে হাজার খানিক খেটে খাওয়া মানুষ প্রতিদিন এখানে আসে শ্রম বিক্রির জন্য। গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় ১ সপ্তাহ ধরে দুই-তৃতীয়াংশ লোকেরাই কাজ করতে পারেননি। শ্রমের হাটে মন্দা চলছে, ক্রেতা নেই।
 

অন্য আরেকজন শ্রমিক বলেন, খুব করুন অবস্থার মধ্য দিয়ে আমাদের দিনাতিপাত করতে হচ্ছে। নাতনির জন্য ১ জোড়া মোজা নিবো তারও সামর্থ্য নেই। ধার কর্জ করেই চলছি আমরা।
 

অপরদিকে মধ্যবিত্তরা রয়েছেন কোনঠাসায়। কারো নিকট ধার চাইতেও পারছেন না, কারো নিকট বলতেও পারছেন না। অনেকেই দিতে পারছেন না বাড়ি ভাড়া।
 

মধ্যবিত্ত পরিবারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, বাড়ি ভাড়া-দোকান ভাড়া দিতে পারি নাই। প্রচণ্ড শীতে হিমেল হাওয়ায় বাড়ি থেকে মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। ব্যবসা মন্দা চলছে। আগের চাইতে আয় কমেছে। সংসার খরচ সামাল দেওয়াটাই এখন মুশকিল হয়ে পড়েছে।
 
 
ভোরের আকাশ/ সু