logo
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৪ ১৭:৩৩
সাংবাদিকের দায়িত্ব পালনে বাঁধা ও লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি 

সাংবাদিকের দায়িত্ব পালনে বাঁধা ও লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর-৪ আসনের নিউজ সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের অনুমোদিত সাংবাদিক কার্ড নিয়ে সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ দায়িত্ব পালনকালীন সময়ে তাঁর উপর সন্ত্রাসী হামলা করে লাঞ্ছিত করে এবং তার কাছ থেকে দুটি এন্ড্রয়েড ফোন জোড় পূর্বক ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা।

 

এরই প্রতিবাদে আজ বুধবার (১৭ জানুয়ারী) দুপুর ১২ টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা এর যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উক্ত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা এর সাধারণ সম্পাদক আজহারুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রান্ত, বিজয় টিভির প্রতিনিধি আব্দুল হক লিটন, মোহনা টিভির প্রতিনিধি রুবায়েত ইবনে হাকিম বাপ্পি, সুবর্ণ বাংলা এর সম্পাদক আরিফ রেওগির, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা এর যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার লিংকন, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম মাহফুজ, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান মিন্টু, মহিলা সাংবাদিক নেতা রোকসানা আক্তার, তাহমিনা আক্তার হেলেন, জাতীয় অর্থনীতি এর প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মহানগর কমিটির সভাপতি আব্দুল হাকিম, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ জেলা কমিটির অর্থ সম্পাদক সোহানুর রহমান সোহান, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ রিয়াদ প্রমুখ।

 

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকা প্রতিদিন এর বিভাগীয় চীফ এম এ আজিজ, মোহনা টিভির জেলা প্রতিনিধি মফিজ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রানা, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য ফজলুল হক, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি হোসেন আলী, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ কামাল মিজান, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক মারুফ হাসান, সাংবাদিক খোকন সাহা, সাংবাদিক বিসু সাহা সহ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা এর নেতৃবৃন্দ সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাঁধাদান, সন্ত্রাসী হামলা, লাঞ্ছিত করা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় আইন শৃংখলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে ঘটলেও নির্বাচনত্তর ৯ দিন অতিবাহিত হওয়ার পরেও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ২৪ ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়ে দ্রুত মামলা রুজু করে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীর পাশাপাশি মোবাইল ফোন দুটিুম উদ্ধারের জোড় দাবী জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন এর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

 

এর আগে সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সদস্য, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, দৈনিক কাগজ ও দৈনিক আমাদের নতুন সংবাদ এর জেলা প্রতিনিধির উপর গত ৭ জানুয়ারী মধ্যরাতে ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারে এ ঘটনা ঘটে।

 

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলার অভিযোগে জানা যায়, চর ঈশ্বরদিয়ার আ. বারেক মন্ডলের ছেলে শাহরিয়ার হোসেন পাভেল (২৬), ও চর আনন্দীপুরের আ. জলিল বকুল এর ছেলে আতিকুর রহমান রাহাত (৩৬) এর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী হামলা সংঘটিত করে।

 

ভোরের আকাশ/ সু