logo
আপডেট : ২০ জানুয়ারি, ২০২৪ ১৩:৫০
দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক ওমর ফারুক শামীমের আকস্মিক মৃত্যু
সুপ্তি রায়

দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক ওমর ফারুক শামীমের আকস্মিক মৃত্যু

দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক ওমর ফারুক শামীম

দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক ওমর ফারুক শামীম আর নেই। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

 

শুক্রবার রাত ৯ টার দিকে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

 

দৈনিক ভোরের আকাশ’কে বিষয়টি নিশ্চিত করেন ওমর ফারুক শামীম এর কন্যা।

 

১৯৭২ সালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগ্রহণ করা সাংবাদিক ওমর ফারুক শামীমের আকস্মিক মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক, সম্পাদক, সাংবাদিক ও সহকর্মীরা।

 

জানা যায়, শুক্রবার রাতে স্ট্রোক করেন তিনি ৷ পরবর্তীতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি।

 

শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে ওমর ফারুক শামীমের মরদেহ তার নিজ বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়ির উদ্দেশ্যে নেওয়া হয়।

 

মৃত্যুকালে ওমর ফারুকের বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২০ জানুয়ারি) বাদ জোহর খাগড়াছড়ি জেলা কালেক্টরেট জামে মসজিদে তার জানাজা শেষে জেলার কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

 

ওমর ফারুক শামীম দৈনিক জনকণ্ঠের খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এ ছাড়া তিনি প্রতিদিনের সংবাদ, বাংলাদেশের খবর, জাগরণ, দিন পরিবর্তন, দৈনিক ভোরের আকাশ, বাংলাদেশ বুলেটিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সংবাদ প্রকাশের বার্তা সম্পাদক ছিলেন।

 

তিনি ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ঢাকা সা্ংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য। খাগড়াছড়ি প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক তিনি।

 

ভোরের আকাশ/ সু