logo
আপডেট : ২০ জানুয়ারি, ২০২৪ ১৬:০৬
কাপাসিয়ায় পৌষ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়ায় পৌষ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী পৌষ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে শুক্রবার সকাল থেকে শুরু হয়ে এ মেলা চলবে শনিবার রাত পর্যন্ত।

 


পিঠা উৎসব ও নবান্ন উৎসবের মতো নিজস্ব সংস্কৃতি চর্চায় ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও পৌষ মেলার আয়োজন করা হয়। উপজেলার তরগাঁও ইউনিয়নের লতাপাতা রউফ সিকদার কারিগরি মহাবিদ্যালয় মাঠে এ পৌষমেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

 


মেলার প্রথম দিনে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুগান্তর স্বজন সভাপতি এমএ গণি সঞ্চালনা করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া, ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মাসুদা সিকদার প্রমুখ।

 


পরিশেষে পৌষমেলায় আগত অতিথিরা গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা সহ বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন।

 

ভোরের আকাশ/ সু