স্থানীয়রা জানান, সদরের গাজীরখামার ও নালিতাবাড়ী উপজেলার দুইটি ইউনিয়নে একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌঁড়াতে থাকে। কুকুরটি যাদেরকে সামনে পেয়েছে তাদেরকে কামড়ানো শুরু করেছে। এক পর্যায়ে পাঁচ গ্রামের শিশুসহ ৪০ জনকে কামড় দিয়ে আহত করে ওই পাগলা কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তবে এরপর থেকে কুকুরটিকে আর দেখা যায়নি।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন জানান, কুকুরের কামড়ে একদিনে এতো রোগী হাসপাতালে আগে আসেনি। হাসপাতালে আসা সবাইকে ভ্যাক্সিন দেওয়া সম্ভব হয়ে উঠেনি। কারণ, এতো ভ্যাক্সিন আমাদের হাসপাতালে ছিলো না। তবে, যা ছিল আমরা দেয়ার চেষ্টা করেছি। ভক্সিনের এই সংকট কেটে যাবে বলেও জানান তিনি।