logo
আপডেট : ২৫ জানুয়ারি, ২০২৪ ১৬:৫৫
ইউটিউবকে টেক্কা দিতেই টিকটকে নতুন ফিচার !
নিজস্ব প্রতিবেদক

ইউটিউবকে টেক্কা দিতেই টিকটকে নতুন ফিচার !

নানা আলোচনা-সমালোচনা থাকলেও অন্যসব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মকে বেশ চ্যালেঞ্জের মুখেই ফেলেছে টিকটক। প্রতিনিয়ত এর জনপ্রিয়তা যেমন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে টিকটকে যোগ হচ্ছে নতুন নতুন সব ফিচার।
প্রাথমিকভাবে ১৫ সেকেন্ডের ভিডিও আপলোডের সুযোগ দেয় টিকটক।

 

প্রাথমিকভাবে ১৫ সেকেন্ডের ভিডিও আপলোডের সুযোগ দেয় টিকটক। গিজমোচায়না এক প্রতিবেদনে জানিয়েছে, এবার ৩০ মিনিট দীর্ঘ ভিডিও আপলোড করার ফিচার আনছে টিকটক। এটি এখনও পরীক্ষা–নিরীক্ষার পর্যায়ে আছে।

 

তবে টিকটক যে শুধু স্বল্প দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম হিসেবে থাকছে না, সেটি নিশ্চিত। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মূলত ইউটিউবকে টেক্কা দিতেই এই ফিচার আনছে টিকটক। টিকটক মূলত স্বল্প দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম হিসেবেই পরিচিত। প্রাথমিকভাবে ১৫ সেকেন্ডের ভিডিও আপলোডের সুযোগ দেয় প্ল্যাটফর্মটি। এরপর ১ মিনিট, ৩ মিনিট ও ১০ মিনিটের ভিডিও আপলোডের সুযোগ দেয় টিকটক।

 


যদিও ৩০ মিনিটের ভিডিও আপলোডের সুবিধা দেয়ার আগেই টিকটিক ১৫ মিনিটের ভিডিও আপলোডের ফিচার এনেছে। নতুন এই ফিচারের মাধ্যমে কোম্পানিটি সরাসরি ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করবে বলেই মনে করা হচ্ছে।

 

ভোরের আকাশ/মি