logo
আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৪ ১৬:১১
ট্রেনের টিকিট কালো বাজারে, অতিষ্ঠ যাত্রীরা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

ট্রেনের টিকিট কালো বাজারে, অতিষ্ঠ যাত্রীরা

সান্তাহারে ট্রেনের টিকিট কালো বাজারে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনগণ। নওগাঁ জেলার পাশেই সান্তাহার রেলস্টেশন। যাত্রীর অনেক চাপ থাকার পরও মোটে ২৬ টি টিকিট বরাদ্দ আছে সান্তাহার স্টেশনে। তাও সময়মতো টিকিট পায়না সাধারণ জনগণ। কাউন্টার থেকে আগে থেকেই টিকিট কেটে রাখে কালোবাজারি সিন্ডিকেট।

 


স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিসমিল্লাহ ফোন ফ্যাক্স, সবুজ ফোন ফ্যাক্স, মা-বাবার দোয়া ফোন ফ্যাক্সের নয়ন, ঢাকা রেস্ট হাউসের মিলন তাদের দোকানকে টিকিট কাউন্টার বানিয়ে ফেলেছে। ৩৪০ টাকার সান্তাহার টু ঢাকা টিকিট ৬০০ টাকায় বিক্রয় হচ্ছে।

 


স্থানীয় সূত্রে জানা যায়, টিকিট কালো বাজারীদের হাত এতই লম্বা যে, রেলওয়ে প্রশাসন ও স্টেশন মাস্টার নীরব ভূমিকা পালন করছে।

 


সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার হাবিবুর রহমান এর সাথে ফোনে কথা হলে তিনি বলেন, স্টেশনের কাউন্টারে কোন কালোবাজারি হয় না। এটা তদন্ত করা রেলওয়ে থানা পুলিশের দায়িত্ব।

 

ভোরের আকাশ/ সু