logo
আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৪ ১৭:০০
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ 
রংপুর ব্যুরো

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তির নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)- ৩য় পর্যায় (১ম সংশোধিত) “শীর্ষ প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়ুগ্যাস প্রযুক্তি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

রোববার দুপুরে আদম বাজারে পীরগাছা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৫দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পীরগাছা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ কায়সার আলী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কায়সার আলী বলেন, বেকার যুবদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রত্যন্ত চর অঞ্চলে বায়ু গ্যাসসহ ও বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং এর মাধ্যমে তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হবে। সেই লক্ষ্যে আজকের এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যুব উন্নয়ন থেকে পাঁচ দিনের ট্রেনিং নিয়ে আপনারা নিজেকে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন। এই ট্রেনিং থেকে বাসায় গিয়ে মেধাকে কাজে লাগাবেন।

 


এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা রাহে নুর হাসান সরকার, প্রতিদিনের সংবাদ ও গ্লোবাল টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেলসহ ২০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

 

ভোরের আকাশ/ সু