logo
আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৪ ১৮:২১
‘দেশের উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসা প্রয়োজন’
শারজায় সিআইপি সংবর্ধনায় বক্তারা
সাইফুল ইসলাম তালুকদার,ইউএই

‘দেশের উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসা প্রয়োজন’

সারজায় বোহেরা গ্রুপের পক্ষ থেকে সিআইপি বদরুল ইসলাম চৌধুরী ও মো. সালেহকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ

দেশের প্রতি মমত্ববোধ থাকলে বিদেশে থেকেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়। আরব আমিরাত থেকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শারজায় সিআইপি বদরুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সালেহ আহমেদকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, আমাদের সকলেরই উচিত দেশের উন্নয়নে কাজ করে সরকারের পক্ষ থেকে সম্মান অর্জন করা। যাতে করে অন্যরাও সিআইপি হওয়ার ক্ষেত্রে উৎসাহিত হবে।

 

রোববার বাংলাদেশ সমিতি সারজা বঙ্গবন্ধু হলে বাংলাদেশ সরকার কর্তৃক আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সালেহ আহমেদ সিআইপি নির্বাচিত হওয়ায় দুবাইর সামাজিক সংগঠন বোহেরা গ্রুপের পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় বক্তারা একথা বলেন।

 

আব্দুল লতিফের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, শেখ মুহিবুর রহমান।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি হাজী আব্দুর রব। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, সিআইপি আশিক মিয়া , মোহাম্মদ ইব্রাহিম আলী, আবুল কালাম, হারুনুর রশিদ, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান চুন্নু, আব্দুল মান্নান, মোহাম্মদ নিজাম উদ্দিন, আলীম উদ্দিন, মকলেচ মিয়া, অধ্যাপক শাহ এনায়েম কবির, মোহাম্মদ আলতাফ হোসেন সিআইপি, জাকির হোসেন চুট্টু সিআইপি, তৌহিদ মিয়া, আব্দুর রউফ সোহেল , মীর এয়ার মাহমুদ, মোহাম্মদ মাহমুদুর রশিদ, আব্দুল করিম, মোহাম্মদ জাহিদ আহমেদ, মোহাম্মদ আহমেদ আলী, রুহুল আমিন প্রমুখ।

 

পরে সংগঠনের পক্ষ থেকে সিআইপি সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস্ট তুলে দেন।

 


ভোরের আকাশ/ সু